মোশাররফ এবার জাদুকর

| মঙ্গলবার , ১৮ এপ্রিল, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

মোতালেব নামকরা জাদুকর। গ্রামে গঞ্জে জেলা শহরে সব জায়গায় সে জাদু দেখিয়ে বেড়ায়। এক গ্রামে চেয়ারম্যানের মেয়ের বিয়েতে জাদু দেখাতে এসেছে সে। বিয়ের আয়োজন থেকেও জাদুকর মোতালেবকে নিয়ে বেশি ব্যস্ত সবাই। চেয়ারম্যানের মেয়ে খুব আগ্রহ নিয়ে জাদুকরের সঙ্গে দেখা করতে যায় তার তাঁবুতে। ঘুমন্ত জাদুকরকে দেখে তার মাথা খারাপ। এত সুন্দর কেউ হতে পারে! জাদুকর দেখে ফেলার আগেই সে বের হয়ে যায় তাঁবু থেকে। পরদিন সকালে গ্রাম ঘুরতে বের হয়ে একটা পুকুরের পাশে একা বসে থাকে মোতালেব। ভাবতে থাকে সে কীভাবে জাদুকর হলো। প্রথমে সে ছিল পকেটমার।

একদিন পকেটমারি করতে গিয়ে ধরা খেয়েও পার পেয়ে যায় একটা লোকের কারণে। সেই লোকটাই হলো তার ওস্তাদ জাদুকর শাহিনশাহ্‌। এরপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। হঠাৎ পেছন থেকে তাকে এক সুন্দরী মেয়ে ডাকছে। মেয়েটা জানায় সে চেয়ারম্যানের মেয়ে। মোতালেবের মনে হয় এরকম সুন্দর মেয়ে সে আগে দেখেনি। মেয়েটা তাকে বলেসে কি তাকে ভ্যানিস করে দিতে পারে? এভাবেই এগিয়ে যায় গল্প। এমন গল্প নিয়ে দীপ্ত টিভি’র জন্য নির্মাণ হয়েছে নাটক ‘জাদুকর মোতালেব’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আর চেয়ারম্যানের মেয়ে চরিত্র করেছেন তানিয়া বৃষ্টি। নাটকটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ০৫ মিনিটে।

পূর্ববর্তী নিবন্ধঈদে পলাশের ‘সাদা কালা ঢেউ’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ভাষায় নতুন মৌলিক গান ‘তলে তলে’