মোবাইলে আনলিমিটেড ডেটা প্যাক, মেয়াদ ১ বছর

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

অবশেষে উচ্চমূল্যের ডেটার মেয়াদ বাড়িয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্যাকেজ চালু করছে দেশের চার মোবাইল ফোন অপারেটর। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকে এই আনলিমিটেড ডেটা প্যাক পাওয়া যাবে। খবর বিডিনিউজের।

আনলিমিটেড’ বলা হলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে এসব প্যাকেজের মেয়াদ এক বছর হবে বলে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে এক অনুষ্ঠানে এসব প্যাকেজের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের বৃহত্তম নীল হীরা বিক্রি হল প্রায় ৫০০ কোটি টাকায়
পরবর্তী নিবন্ধখালে সিএনজি চালকের মরদেহ শরীরে আঘাতের চিহ্ন