কোতোয়ালী থানা পুলিশের পৃথক দুই অভিযানে ৭ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক আজাদীকে তিনি জানান, হাজারীগলিস্থ ক্যাফে হাজারীর কর্মচারী মো. নুরুন্নবী (৪৮) গত ৯ নভেম্বর রাতে তার বাসা থেকে হাজারীগলিস্থ হোটেলে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাইগারপাস এলাকা থেকে তিনি সিটি সার্ভিস বাসে উঠেন। এসময় সঙ্ঘবদ্ধ মোবাইল চোরেরা তার মোবাইল ফোনটি চুরি করে বাস থেকে নেমে দৌঁড় দেয়। নুরুন্নবীর চিৎকারে কর্তব্যরত পুলিশ এগিয়ে এসে মো. সাইফুল (২৫), রনি (১৯), মো. শান্ত হোসেন (২২) ও মো. তানজিলকে (১৭) আটক করে।
একই দিন সন্ধ্যায় মো. আজহারুল ইসলাম চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি তার বন্ধুসহ মোটেল সৈকত থেকে প্রাইভেট কারে আন্দরকিল্লা যাচ্ছিলেন। পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিউমার্কেট মোড়স্থ গোলচত্বরের সামনে যানজটে থাকাবস্থায় তার মোবাইল ফোনটি টান দিয়ে দৌঁড়ে পালায় ছিনতাইকারী। পরে ঘটনায় জড়িত রবিউল প্রকাশ লাবু (১৯), রবিউল ইসলাম রিয়াজ (১৯) ও মো. কাদেরকে (২৪) গ্রেপ্তার করা হয়।