মোবাইল ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে ধরা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় এক ব্যক্তির মোবাইল ছিনতাই করে পালানোর সময় মো. নুর কাদের (২৭) নামে এক ছিনতাইকারীকে মোবাইলসহ হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিএমপি ট্রাফিকদক্ষিণ বিভাগের টিআই (বাকলিয়া) মো. মনিরুজ্জামান ভূঁইয়া তাকে আটক করে বাকলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এসময় উদ্ধারকৃত মোবাইলটি ছিনতাইয়ের শিকার ব্যক্তির কাছে তুলে দেয়া হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী নুর কাদের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার মিয়াজী বাড়ির নুরুল আবসারের পুত্র।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করতে হবে
পরবর্তী নিবন্ধছোট-বড় গর্তে যাত্রীদের চরম দুর্ভোগ