নগরীর আগ্রাবাদে এক কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছে মো. জয়েরুল (৪২) নামের এক ছিনতাইকারী। গতকাল সোমবার দুপুরে আগ্রাবাদ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারী জয়েরুল চাঁদপুরের কচুয়া এলাকার নয়াবাড়ির আবদুর রহিমের ছেলে। এই ব্যাপারে সিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) জাহেদুল ইসলাম জানান, সোমবার দুপুরে আগ্রাবাদ মোড় এলাকায় এক কলেজ ছাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেন সার্জেন্ট ইব্রাহীম।
পরে তার কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল সেই শিক্ষার্থীকে বুঝিয়ে দেয়া হয়। আটক জয়েরুলকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়।