মোবাইল কিনে না দেয়ায় শিশুর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

মোবাইল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে নগরে বার বছরের এক শিশু আত্মহত্যা করেছে। তার নাম আয়েশা আক্তাল। গত শনিবার রাতে বাকলিয়া থানার পুরাতন চালতলা এলাকায় মুনাফ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা আক্তার কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং উত্তরের বিলের শামসুল আলমের মেয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে মায়ের কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার বায়না করে আয়েশা। কিন্তু রিকশা চালক বাবা ও গার্মেন্টস কর্মীর মায়ের পক্ষে মেয়ের আবদার পূরণ করা সম্ভব হয়নি। তাই অভিমান করে বাবা-মায়ের অগোচরে ঘরের টিনের চালের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাত পৌনে দশটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে দুই সপ্তাহ
পরবর্তী নিবন্ধমৃত্যুর হার এবার যে কারণে বেশি