মোপলেসের শোকাঞ্জলি

| রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস), চট্টগ্রামের উদ্যোগে কদম মোবারক বিদ্যালয়ে তিনজন বরেণ্য ব্যক্তি, প্রয়াত নাট্য ব্যক্তিত্ব আলী যাকের,গীতিকার জি.কে দত্ত-শিল্পী দিলীপ দাশকে নিবেদিত শোকাঞ্জলি অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় ও আশীষ সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন মো. আবদুর রহিম, অজিত কুমার শীল, দুলাল মল্লিক, স্বপন সেন, এড. টিপু শীল জয়দেব, সুরজিৎ সেন, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সালাউদ্দিন লিটন, সাথী কামাল, আজম খান চৌধুরী, ডা. আশীষ চৌধুরী, নিহার রঞ্জন ভট্টাচার্য, সাংবাদিক কামাল হোসেন, অচিন্ত্য কুমার দাশ, মুসলিম আলী জনি, নারায়ণ দাশ, দিলীপ সেনগুপ্ত, শিমুল দত্ত, মো. তিতাস, হারাধন নাহা বাসু ও নিলয় দে। প্রধান অতিথি বলেন, সংস্কৃতি হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম। সংস্কৃতি মানুষের মনকে পরিশুদ্ধ করে মনের কালিমা দূর করে এবং নিজেদের সুন্দরভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগায়। সভায় লায়ন প্রফুল্ল চন্দ্র সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং এক মিনিট দাঁড়িয়ে তাঁর আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জমির আহমেদ
পরবর্তী নিবন্ধশান্তি প্রতিষ্ঠায় মহানবীর দেখানো পথই একমাত্র মুক্তির পথ