মোদীর শপথের দিনই কাশ্মীরে জঙ্গি হামলা নিহত ৯

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান চলার মধ্যেই জম্মুকাশ্মীরে ঘটেছে ভয়াবহ ঘটনা। গতকাল রোববার রাতে কাশ্মীরের রিয়াসি জেলায় একটি মন্দির দর্শন সেরে পুণ্যার্থীরা ফেরার পথে বাসে খাদে পড়ে অন্তত ৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে। পুলিশ বলছে, এটি নিছক দুর্ঘটনা নয়। পুণ্যার্থী বোঝাই ওই বাসে জঙ্গিরা হামলা চালিয়েছে। খবর বিডিনিউজের।

শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল বাসটি। সে সময়ই হামলা চালায় জঙ্গিরা। হামলার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়। রিয়াসির জেলা পুলিশ প্রধান বলেছেন, জঙ্গিরা বাসটিতে চোরাগোপ্তা হামলা চালিয়েছে এবং এলোপাতাড়ি গুলিও ছুড়েছে। এতে বাসটি খাদে পড়ে গিয়ে ৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেড় বছর পর ১০-৪টা লেনদেন সময়ে ফিরছে ব্যাংক
পরবর্তী নিবন্ধ৬ দফা থেকেই রচিত হয়েছিলো স্বাধীনতা সংগ্রামের রোডম্যাপ