মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফটিকছড়ির শিক্ষার্থীর মৃত্যু

আব্বাসের পর একইভাবে পরপারে পাড়ি জমাল ফাহিম

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ২:৪৭ অপরাহ্ণ

অনার্সের পরীক্ষা দিয়ে ফেরার পথে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন শিক্ষার্থী ফাহিম ইভান (১৯)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছে তারা বন্ধু মোবারক হোসেন।

এর আগে গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকারহাট এলাকায় পরীক্ষা শেষ করে বাইক নিয়ে বাড়ি ফিরতেছিল সে। আসার পথে পথচারীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফাহিম।

নিহত ওই শিক্ষার্থী উপজেলার পাইন্দং ইউপির খলিফার বাড়ির সৌদি প্রবাসী জানে আলমের ৩ সন্তানের মধ্যে সবার বড়। ফাহিম ফটিকছড়ি সরকারি কলেজের একাউন্টটিং ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের বন্ধু আবু সাঈদ, মোবারকসহ অন্যানদের সাথে কথা বলে জানা যায়- গত ২৮ অক্টোবর তার অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। হাটহাজারী কলেজে পরীক্ষা শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। সরকারহাট আসার পর তার মোটরসাইকেলের সামনে দুজন মহিলা রাস্তা পাড় হচ্ছিল। এ সময় তাদের বাঁচানোর জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছিটকে পড়ে সে।

এরপর তাকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে ৩দিন আইসিইউ এবং লাইফ সাপোর্টে রাখার পর বৃহস্পতিবার সে মারা যায়।

উল্লেখ্য, এ ঘটনার ২দিন পূর্বে উপজেলার একই এলাকার যুবক মো: আব্বাস চৌধুরী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুদিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার মৃত্যুবরণ করেছে।

এদিকে পরপর একইভাবে দুটি তরতাজা প্রাণ যাওয়াতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের নিয়ে বন্ধুবান্ধব থেকে শুরু করে অন্যান্যদের শোক প্রকাশের পাশাপাশি মোটরসাইকেল চালানোর সময় গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়েও পোস্ট দিতে দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সন্ত্রাসীর গুলিতে প্রতিবন্ধী নারী খুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী চকরিয়া থেকে উদ্ধার