কদমতলী রৌশন মসজিদ লেইন নিবাসী মরহুম মো. ছালামত আলীর স্ত্রী, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সাবেক গোলরক্ষক মো. আলী এবং সিজেকেএস সাবেক কাউন্সিলর মো. সেকান্দর আলী বাদশার মাতা মোছাম্মৎ শহর বানু (৮৬) গতকাল ২৬ জুলাই দুপুর সাড়ে বারোটায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল বাদে মাগরিব চৈতন্য গলি কবরস্থান মরহুমার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সিজেকেএস এর সাবেক সহ–সভাপতি মো. হাফিজুর রহমান, মহানগর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. সালাউদ্দিন, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, মাদারবাড়ি উদয়ন সংঘের সভাপতি মো. মনির আহমদ, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।