হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া গ্রামস্থ মুন্সি মাহমুদুল হক বাড়ির বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়ার স্ত্রী মোছাম্মৎ জেবুন্নেছা (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি সাংবাদিক মো. মহিন উদ্দীনের মাতা। গতকাল শুক্রবার উপজেলায় ফরহাদাবাদ ইউনিয়নের ফকিরটিলা মাজার সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।