সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এক রেস্তোরাঁর সামনে গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার রাতে খরিদ্দাররা ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখছিলেন, তখনই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের জন্য দেশটির কট্টরপন্থি ইসলামি বিদ্রোহীদের দায় দিয়েছেন তারা। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ১০টি গাড়ির ধ্বংস হওয়ার পাশাপাশি নিকটবর্তী বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় হামলাটি চালানো হয়।
দেশটির কট্টরপন্থি বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। নিজেদের এক রেডিও স্টেশনের মাধ্যমে তারা বলেছে, এমন একটি স্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে যেখানে নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মীরা রাতে মিলিত হয়।