মোগলটুলিতে নকল ক্যাবল তৈরির সময় আটক দুই

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরের সদরঘাট থানার মোগলটুলি কাটা বটগাছ এলাকা থেকে ‘জাল’ ক্যাবল তৈরির সময় দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতরা হলেন রিপন মিয়া ও মো. হেলাল উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ৯৫ কয়েল ক্যাবল, ১০ কেজি তামার তার ও ২৫০টি নকল স্টিকার জব্দ করা হয়।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমার পরিচালিত অভিযানে রিপন ও হেলালকে আটক করা হয়। বিআরবি কেবল ও আরআর ক্যাবলের প্রতীক চিহ্ন বা ট্রেডমার্ক জাল করে ক্যাবল তৈরি করছিল তারা। ধৃত দুইজনের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধচুয়েটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে কাল