মোকতার আহমদ সিকদার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের মধ্যম বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মোকতার আহমদ সিকদার (৮২) গত বুধবার দিবাগত রাতে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ১কন্যাসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।

মোকতার আহমদ সিকদার গন্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মরহুমের নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়ি মধ্যম বড়ঘোনা এলাকায় অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শিক্ষক মোকতার আহমদ সিকদারের মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুভাষ চন্দ্র সেন
পরবর্তী নিবন্ধ৪ বছর পর কুতুবদিয়ায় চেয়ারম্যান হলেন বিএনপি নেতা