এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. নূরুন নেওয়াজ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা ও গ্রি’র উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট লি. এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। এছাড়া, তিনি সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান। তিনি এফবিসিসিআই’র পরিচালক, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ–মালয়েশিয়া চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সার্ক চেম্বারের আজীবন সদস্য এবং ঢাকা ক্লাব, গুলশান ক্লাব ও এবং পূর্বাচল ক্লাবের সদস্য। তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। এছাড়াও, তিনি ফেনীতে বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। প্রেস বিজ্ঞপ্তি।