গাউসিয়া কমিটি বাংলাদেশ শাপলা, শ্যামলী ও আর্টিলারি মোড় ইউনিটের উপদেষ্টা মো. এ. কে. এম শাহজাহান গতকাল বিকেল ৫.২০ টায় আগ্রাবাদে একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দু্ই ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা হালিশহর জে ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে ইউনিট গাউসিয়া কমিটির সভাপতি এডভোকেট মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সোহেল সহ কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।










