মো. ইসহাক

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. ইসহাক (৫৬) গতকাল সোমবার সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিনই বাদ আছর শায়েস্ত খাঁ পাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে হাটহাজারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আজম, গাউসিয়া কমিটি হাটহাজারী পৌর সভাপতি সৈয়দ আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল মাবুদ আয়ুব, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রুবেল শোক জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আমিন জুয়েলার্সের মালিকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধলেখক মুক্তিযোদ্ধা স্থিতধী বড়ুয়া অসুস্থ, আশীর্বাদ কামনা