মেয়েরাই এগিয়ে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

 

 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসিতে এবার পাসের হার ও জিপিএ৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে আছে মেয়েরা। চট্টগ্রামে সব মিলিয়ে এবার জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৬৬৪ জন। এর মাঝে জিপিএ৫ প্রাপ্ত ছাত্রী সংখ্যা ১০ হাজার ৮৮৯ জন। আর ছাত্রদের মাঝে জিপিএ৫ পেয়েছে ৭ হাজার ৭৭৫ জন। হিসেবে ছাত্রদের তুলনায় ৩ হাজার ১১৪ জন বেশি ছাত্রী জিপিএ৫ পেয়েছে এবার। পাসের হারেও এগিয়ে রয়েছে মেয়েরা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার গড় পাসের হার ৮৭.৫৩ শতাংশ। এর মাঝে ছাত্র পাসের হার ৮৭.৩৩ শতাংশ। আর ছাত্রী পাস করেছে ৮৭.৬৯ শতাংশ।

হিসেবে ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ০.৩৬ শতাংশ বেশি। ২০২১ সালের ফলাফলেও একই চিত্র দেখা গেছে। গতবছরও পাসের হার এবং জিপিএ৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে ছিল।

যদিও ২০২০ সালের চিত্র ছিল কিছুটা ভিন্ন। ওই বছর পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে ছিল মেয়েরাই। আগের ৫ বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছেপাসের হারে কখনো ছেলেরা এগিয়ে থাকছে, আবার কখনো মেয়েরা। জিপিএ৫ প্রাপ্তির ক্ষেত্রেও যেন একই চিত্র। জিপিএ৫ প্রাপ্তির ক্ষেত্রে সংখ্যায় কোন বছর মেয়েরা বেশি, আবার কোন বছর ছেলেরা। এভাবেই যেন পাল্টা দিয়ে চলছে সামপ্রতিক বছরগুলোতে। অবশ্য, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রায়ই বছরই মেয়েদের সংখ্যাই বেশি পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধএগিয়ে যেসব প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা, দুস্থ ও কাঁচা ঘরের মালিকদের গৃহকর পরিশোধ করতে হবে না : মেয়র