মেয়ের চিকিৎসা করাতে এসে ছিনতাইয়ের শিকার নারী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

লোহাগাড়া থেকে মেয়ের চিকিৎসা করাতে এসে নগরীর পাঁচলাইশ এলাকায় বেবী আক্তার নামে এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে রিকশা আরোহী ওই নারীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। গত রোববার রাতে পাঁচলাইশ এলাকায় বেলভিউ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বেবী আক্তার বলেন, ব্যাগে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় পৌনে চার লাখ টাকার মালামাল ছিল।

মামলার এজহার সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলার পদুয়া থেকে চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে মেয়ের বাসায় এসেছিলেন বেবী আক্তার ও তার স্বামী নুরুল আবচার। এরমধ্যে তাদের একমাত্র মেয়ে একটি দুর্ঘটনায় আহত হয়ে পার্ক ভিউ হসপিটালে ভর্তি হন। মেয়ের সিটি স্ক্যান করানোর সময় দুই জোড়া স্বর্ণের কানের দুল, ডায়মন্ডের নাক ফুল, গলার চেইন ইত্যাদি খুলে ভ্যানিটি ব্যাগে রাখা হয়। নিরাপত্তার কথা ভেবে মেয়ের ভ্যানিটি ব্যাগটিও নিজের ব্যাগের ভেতরে নিয়ে সাথে রেখেছিলেন বেবী আক্তার। একইদিন রাতে ন্যাশনাল হসপিটালে ডাক্তার দেখিয়ে পার্ক ভিউ হসপিটালে মেয়ের কাছে ফেরার পথে পাঁচলাইশ মডেল থানার সামনে হঠাৎ ছিনতাইয়ের শিকার হন তিনি। এসময় তিনি ও তার স্বামী শোরচিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি বলে জানান। ঘটনার পরপরই তারা থানায় ছুটে যান। এ ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত দুই যুবককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাচঁলাইশ থানার এসআই মো. তামজিদ হোসাইন বলেন, মামলাটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। বাদী নুরুল আবচারকে থানায় ডাকা হয়েছে। তার সঙ্গে কথা বলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি মনোবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের আর্ক সেন্টার পরিদর্শন
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে