বাংলাদেশে মেয়েদের ফুটবলে এবার নতুন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগে জানা গিয়েছিল পাঁচ বা ছয়টি দল নিয়ে হবে মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর ‘উইমেন’স সুপার লিগ’। এবার আয়োজকরা জানিয়েছেন, চারটি দল নিয়ে আগামী ১৫ মে থেকে শুরু হবে প্রতিযোগিতাটি। শেষ হবে ৪ জুন। বাফুফে ভবনে গতকাল শনিবার সুপার লিগের লোকাল অর্গানাইজিং কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মানসম্পন্ন লিগ আয়োজনের তাগিদে দলগুলো কমিয়ে আনার কথা জানান। ‘আমরা প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করছি। কারণ, আমরা মানের দিকে কোনো আপোষ করতে চাই না। লিগের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে।’ প্রতিযোগিতা মাঠে গড়ানোর দিন–ক্ষণ নির্ধারিত হলেও ভেন্যু নির্ধারিত হয়নি এখনও। শুরুতে ঢাকা কিংবা সিলেটে আয়োজনের কথা বলা হয়েছিল। এবার আয়োজকরা জানিয়েছে ঢাকাতেই হবে সবকিছু।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় আয়োজকরা বেছে নিতে পারেন বসুন্ধরা কিংসের মাঠ কিংবা কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনও। প্রথমবারের মতো হতে যাওয়া এই উইমেন’স সুপার লিগ আকর্ষণীয় করতে ফাইনাল থাকবে। চার দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল নিয়ে হবে শিরোপা লড়াই। অবশ্য এই চার দল চূড়ান্ত হয়নি এখনও। কিরণ জানিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর মধ্যে দুই–একটি ক্লাবও নারী ফুটবল লিগে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। ‘প্রিমিয়ার লিগে খেলা দুই–একটি ক্লাবের মালিক পক্ষ এবারের আসরে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের নাম এখনই বলতে পারছি না। কারা দল নিচ্ছে, খেলা কোথায় হচ্ছে এগুলো আমরা আগামী সপ্তাহে জানিয়ে দিব।’
        











