সর্বশেষ নারী ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছিল। ১২৮ থেকে ১০৪ তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। তিন মাস পর গতকাল প্রকাশিত নারী ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল গত তিন মাসের মধ্যে চার ম্যাচ খেলেছে। চার ম্যাচের মধ্যে চারটিই হেরেছে। অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে ৩–০ ও ৫–১ ব্যবধানে হেরেছে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১–০ ও আজারবাইজানের বিপক্ষে ২–১ গোলে হারে। চার ম্যাচের হারের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। বাংলাদেশ জুন মাসে শক্তিশালী মিয়ানমারকে মিয়ানমারের মাটিতে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে। মিয়ানমারের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ড্র করেন ঋতুপর্ণারা। যার ইতিবাচক প্রভাবে বাংলাদেশ ফিফার র্যাংকিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছিল।
এদিকে র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। দ্বিতীয় স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রও। দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে জার্মানি। সেরা পাঁচে নেই ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা রয়েছে ৩০তম স্থানে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এই তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে নবম, তিন ধাপ এগিয়ে উজবেকিস্তান ৪৯তম স্থানে উঠেছে। এক ধাপ পিছিয়ে ১৭তম স্থানে আছে চীন।












