মেয়রের সাথে সিটি রেড ক্রিসেন্ট কার্যকরী পর্ষদের সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের নবনির্বাচিত কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য এম.এ সালাম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ, সেক্রেটারি আবদুল জব্বার, কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ ডা. বিদ্যুৎ বড়ুয়া, মনজুর মোর্শেদ ফিরোজ, এইচ এম সালাউদ্দীন, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, কাজী তৌফিকুল আজম, মো. ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন প্রমুখ।

সাক্ষাৎকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রেড ক্রিসেন্ট ফিজিওথেরাপি সেন্টার এবং আসন্ন ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান দেন। এ সময় এম.এ সালামের পক্ষে সিটি কর্পোরেশনের সেবক এবং হেল্পারদের মাঝে বিতরণের জন্য কম্বল প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেফারেল ল্যাব চালু করবে এপিক হেলথ কেয়ার
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ১০ অবৈধ যানবাহন জব্দ