মেয়রের সাথে নগর বাইশ মহল্লা সর্দার কমিটির মতবিনিময়

| বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগর বাইশ মহল্লা সর্দার কমিটির পরামর্শক্রমে চৈতন্য গলি কবরস্থানের দেয়াল পাকাকরণের কাজ অবিলম্বে শুরু করা হবে। এছাড়া নগরীতে কোন ধরনের গৃহকর বৃদ্ধি না করে শুধুমাত্র করের আওতা বৃদ্ধি করে যেমন আগে একতলা বিশিষ্ট ভবন এখন পাঁচ তলা সেই বর্ধিত অংশের কর আদায় করা হবে। এক্ষেত্রে ভ্যালুয়েশনের তারতম্য হলে তা আপিলের মাধ্যমে সংশোধন করে সহনশীল পর্যায়ে আদায় করা হবে। তিনি নগরীর সৌন্দর্য বর্ধনে নগর বাইশ মহল্লা কমিটির সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের ব্যয় নির্বাহের জন্য বিশাল অংকের অর্থের প্রয়োজন। সে অর্থ যোগান দিতে হলে সরকার নির্ধারণকৃত ২৬টি খাত থেকে কর আদায় করতে হবে। এই উদ্যোগ সফল হলে নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদান করা সহজ হবে। তিনি গতকাল মঙ্গলবার বাটালি হিলস্থ অস্থায়ী কার্যালয়ে তাঁর দপ্তরে নগর বাইশ মহল্লা সরদার কমিটির সভাপতি মো. ইউসুফ সর্দারের নেতৃত্বে কমিটির একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, মোহাম্মদ আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু, মহল্লা সর্দার কমিটির এস এম শওকত হোসেন, সুফী জাহিদ হোসেন, মো. আলী বক্স, সালাউদ্দিন ইবনে আহমেদ, মো. নুরুল আবছার, মোহাম্মদ তারেক, জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
বাইশ মহল্লা কমিটির সভাপতি মো ইউসুফ সর্দার বলেন, গৃহকর মূল্যায়নে অনেক অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতিগুলো দূরীকরণে সঠিক পদক্ষেপ নিলে কর আদায়ের হার বাড়বে। তিনি চৈতন্য গলি কবরস্থান দ্রুত সংস্কারের বিষয়ে মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
পরবর্তী নিবন্ধস্বেচ্ছায় রক্তদাতারা মানবিক বীর