মেয়রের সাথে চবি সাংবাদিকতা অ্যালামনাই এসো’র মতবিনিময়

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৩২০২৫ কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

 

গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে চসিক মেয়রের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা হয়। শুরুতে সিইউসিএজেএএএর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুলের নেতৃত্বে অ্যালামনাই নেতৃবৃন্দ চসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি হামিদ

উল্লাহ, সহসভাপতি মিয়া মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক রাশেদ এইচ চৌধুরী, কার্যকরী সদস্য দিলরুবা রেনু এবং অ্যালামনাই সদস্য উত্তম সেন গুপ্ত উপস্থিত ছিলেন। এছাড়া চসিকে কর্মরত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সিইউসিএজেএএ নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিষয়ে চসিক মেয়রকে অবহিত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের গণমাধ্যম, উন্নয়ন ও যোগাযোগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোয় নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তনের এ যুগে গণমাধ্যম জগতকে এগিয়ে নিতে এই বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধসামর্থ্যহীন বাবার মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠাবে দূর্বার তারুণ্য
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চারটি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার