চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৬ সদস্যের রিভিউ কমিটির সভায় নগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সম্মেলন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ১৫ থানায় ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নগর আওয়ামী লীগের এক নেতাকে আহবায়ক, তিনজনকে সদস্য করার পাশাপাশি সংশ্লিষ্ট থানাধীন সংসদ সদস্যকেও কমিটিতে রাখা হয়েছে। এ কমিটি আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় মতবিনিময় সভা করে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কমিটি সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডকে সম্মেলন উপযোগী করে তুলবেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে তাঁর বহদ্দারহাটস্থ বাসভবনে রিভিউ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিট সম্মেলন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে গত ১৬ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকায় মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বৈঠকে নগর আওয়ামী লীগের ৬ শীর্ষ নেতার সমন্বয়ে এই রিভিউ কমিটি গঠন করা হয়। এই রিভিউ কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে সভার সভাপতি সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী আজাদীকে জানান, আমরা নগরীর ১৫টি থানাকে সাংগঠনিকভাবে গতিশীল করার জন্য ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি গঠন করেছি। নগর আওয়ামী লীগের নেতাদের নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান মেয়র রেজাউল করিম চৌধুরী।
তিনি জানান, এখানে আমরা ১ জনকে আহবায়ক এবং ৩ জনকে সদস্য করেছি। তাদের সাংগঠনিক রিপোর্টের উপর ভিত্তি করে আমরা সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডে পরবর্তী পদক্ষেপ নেবো। মূলত সংগঠনকে গুছানোর জন্যই এই আহবায়ক কমিটি।
সভায় নগর আওয়ামী লীগের নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন।
বৈঠকের ব্যাপারে নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী আজাদীকে জানান, আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ৬সদেস্যর রিভিউ কমিটি মেয়র রেজাউল সাহেবের বাসায় বসেছি। রেজাউল করিম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমরা ৬জনই উপস্থিত ছিলাম। সভায় ১৫ থানার জন্য ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি গঠন করেছি। এখানে ১ জন আহবায়ক এবং ৩জনকে সদস্য করা হয়েছে। এই কমিটির কাজ হলো-থানাকে সাংগঠনিক ভাবে গতিশীল করা এবং দলের মধ্যে ঐক্যে সুদৃঢ় করা। এই কমিটি সংশ্লিষ্ট থানাধীন-ওয়ার্ড ও ইউনিটের সকল বিষয় সমাধান করবেন।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে রিভিউ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দায়িত্বপ্রাপ্ত ছয় নেতা উপস্থিত ছিলেন। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫টি থানায় ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি করা হয়েছে। ২৬ ও ২৭ জানুয়ারি এসব কমিটি মতবিনিময় সভা করবেন। প্রতিটি কমিটিতে পাঁচজনকে রাখা হয়েছে। যার মধ্যে সংশ্লিষ্ট থানার সংসদ সদস্যও আছেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর থেকে নগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন শুরুর কথা ছিল। এরমধ্যে চলমান ইউনিট সম্মেলন নিয়ে নানান অনিয়মের অভিযোগ তুলে গত ২২ ডিসেম্বর কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ দেন নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীর শীর্ষ নেতারা। এই অভিযোগের ভিত্তিতে ২৩ ডিসেম্বর ওয়ার্ড সম্মেলন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্র থেকে। যা নিয়ে নগর আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ বাড়ে।
পরবর্তীতে গত ১৬ জানুয়ারি নগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের ঢাকায় ডেকে নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নেতারা। সেখানে নগর আওয়ামী লীগের ইউনিট-ওয়ার্ড ও থানা সম্মেলন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনের জন্য ৬ শীর্ষ নেতার সমন্বয়ে একটি রিভিউ কমিটি গঠন করে দেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতকাল প্রথম বৈঠক করেন রিভিউ কমিটির নেতারা। এই রিভিউ কমিটি সবধরনের অভিযোগ যাচাই বাছাই করে ১৫ দিনের মধ্যে কেন্দ্রের কাছে প্রতিবেদন দাখিল করবেন।