মেয়র পদে ১৪, কাউন্সিলর পদে ৮২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

সীতাকুণ্ড পৌর নির্বাচন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ এ তথ্য দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সীতাকুণ্ড সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নং আসনে পাঁচজন, ২নং আসনে তিনজন ও ৩ নং আসনে তিনজন করে মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আসনে ছয়জন, ২ নং ওয়ার্ড আসনে পাঁচজন, ৩ নং ওয়ার্ড আসনে আটজন, ৪ নং ওয়ার্ড আসনে পাঁচজন, ৫ নং ওয়ার্ড আসনে ১০জন, ৬নং ওয়ার্ড আসনে সাতজন, ৭ নং ওয়ার্ড আসনে সাতজন, ৮ নং ওয়ার্ড আসনে ১১জন ও ৯ নং ওয়ার্ড আসনে ১২জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে নৌকার মাঝি হওয়ার প্রত্যাশায় সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মেয়র প্রার্থীরা ঢাকায় অবস্থান করছেন। তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। দলীয় সূত্রে জানা যায়, মেয়র প্রার্থী চূড়ান্তকল্পে গত দুইদিন ধরে দফায় দফায় বৈঠক করেছে উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। নৌকা প্রতীকের জন্য তিন প্রার্থীর নাম ঢাকায় প্রেরণের কথা থাকলেও মেয়র প্রার্থীরা স্ব-স্ব অবস্থানে অনড় থাকায় নেতৃবৃন্দ সকল প্রার্থীকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানান। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন বলেন, উপজেলা ও উত্তর জেলার নেতাদের সিদ্ধান্তে গতকাল শুক্রবার সকালে ৭জনের নামের তালিকা ফ্যাঙযোগে কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় প্রতীক কে পাবেন কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দেয়ার জন্য গতকাল শুক্রবার ভোরে মেয়র প্রার্থীরা ঢাকায় উঠেছেন। তারা সেখানে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কাছে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছেন। গতকাল ৭ প্রার্থীই ঢাকা দলীয় কার্যালয় থেকে ফরম পূরণ করে জমাও করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা পূজা পরিষদের আর্থিক সহায়তা প্রদান