মেয়র চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণকারী চট্টগ্রাম মোহামেডানের ফুটবল কমিটি গঠিত

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

আসন্ন সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ উপলক্ষে একটি শক্তিশালী ফুটবল দল গঠনের লক্ষে ৩১সদস্য বিশিষ্ট ফুটবল কমিটি গঠন করা হয়। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক মোহাম্মদ ইদ্রিস মিয়াকে ফুটবল কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিদার হোসেনকে ফুটবল কমিটির সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ফুটবল কমিটি গঠন করা হয়। আশা করা হচ্ছে তাদের নেতৃত্বে আসন্ন সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ভালো ফলাফল অর্জন করবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ১৬ দল চূড়ান্ত
পরবর্তী নিবন্ধশাহনগরে স্কুল ব্যাচ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন