মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

দু’দিন বন্ধ থাকার পর সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে আবার শুরু হচ্ছে। আজ ২২ নভেম্বর শনিবার, দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্র্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। মোহামেডান ৩ খেলা শেষে ৯ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশন সমান খেলায় ৩ পয়েন্ট পেয়েছে। মোহামেডানের সেমিফাইনাল খেলা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধমঞ্জুর আলম মঞ্জু স্মৃতি সংসদ ফুটবল দলের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধসংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার