চন্দনাইশে মেহেদী অনুষ্ঠানের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ক্যামেরা ম্যানের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম মো. জাহেদুল ইসলাম রুবেল (২৬)। গত শনিবার রাত আড়াইটার সময় উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড রায়জোয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, ঘটনার দিন রাতে রায়জোয়ারা গ্রামের নাজির বর পাড়া গ্রামে বিয়ে উপলক্ষে মেহেদী রাতে ভিডিও ধারণ করতে ক্যামেরা ম্যান জাহেদুল ইসলাম অনুষ্ঠানস্থলে যায়। ওইদিন রাত আড়াইটার দিকে সে স্টেইজের লাইটের সংযোগ দেয়ার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাহেদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড লামারপাড়া গ্রামের বাচা মিয়ার পুত্র। জাহেদ দীর্ঘদিন ধরে দোহাজারী পৌরসভার বিভিন্ন ভিডিও প্রোগ্রামের দোকানে ক্যামেরা ম্যানের কাজ করতো। ঘটনারদিন রাতেও সে দোহাজারী সিরাজ ভিডিওর হয়ে ওই মেহেদী অনুষ্ঠানের ভিডিও ধারণ করতে গিয়েছিলো এবং সেটিই ছিল তার জীবনের শেষ ভিডিও ধারণ। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড রায়জোয়ারা গ্রামে মেহেদী অনুষ্ঠানের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।