মেহজাবীনের ‘সাবা’র টরন্টো যাত্রা

| শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

ক্যারিয়ারের প্রথম সিনেমা সুখবর নিয়ে এসেছে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্য। কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসরের ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নিয়েছে এ অভিনেত্রীর প্রথম সিনেমা ‘সাবা’। সিনেমার পরিচালক মাকসুদ হোসেন বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিনে উৎসব, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর মেহজাবীনের ‘সাবা’ দেখানো হবে ৭ সেপ্টেম্বর।

উৎসবে অংশ নিতে একদিন আগেই নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজক সেখানে পৌঁছে যাবেন বলে জানান মাকসুদ। তিনি বলেন, আমরা ৪ সেপ্টেম্বর কানাডা থাকার চেষ্টা করব। মেহজাবীন, রোকেয়া প্রাচী আপা, মনোয়ার ভাই, সিনেমার কিছু প্রযোজক আছেন, সবাই মিলে উৎসবে থাকার চেষ্টা করব। খবর বিডিনিউজের।

মাকসুদ হোসেন বলেন, দেশের এই পরিস্থিতিতে আসলে সবার মন একটু অস্থির হয়ে আছে। এই সংঘাতসহিংসতার সময়ে খুব ঘটা করে এই খবর ঘোষণাও করা যাচ্ছে না। তবে সাবা সিনেমাটি নিয়ে আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ আমাদের জন্য আনন্দের। সিনেমার পেছনে আমরা দীর্ঘ একটা সময় শ্রম দিয়েছি, কাজ করেছি। আমার পুরো টিম, অভিনয়শিল্পীরা সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রমের একটি সুখবর টরন্টো চলচ্চিত্র উৎসবে যাত্রা। দীর্ঘ একুশ বছর ধরে নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন মাকসুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে বিজ্ঞাপন, নাটক ও শর্টফিল্ম বানিয়েছেন তিনি।

পাঁচ বছর আগে ‘সাবা’র ভাবনা শুরু হয়েছিল জানিয়ে মাকসুদ বলেন, কোভিড মহামারীর সময় যখন সবাই ঘরবন্দি, তখন মনে হয়েছে সময়টা কাজে লাগানো যায়, স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। এরপর দুই বছর সময় লেগেছে সিনেমাটি বানাতে। আমাদের বাজেট ছিল না। অল্প বাজাটের সিনেমা হলেও সেই টাকা জোগাড় করতে হয়েছে। শুটিংয়ের পর এমনও হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমার রাফকাট দেখিয়ে আমাদের টাকা সংগ্রহ করতে হয়েছে। যেহেতু আমাদের হাতে টাকা পয়সা নাই, তাই এটা করতে হয়েছে। মানে আমরা অনেক জায়গা থেকে সাহায্য পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এবার বাংলাদেশে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৩৮.০৭ কোটি টাকা