মেসির জোড়া গোলে প্লে-অফে ইন্টার মিয়ামি

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

লিওনেল মেসির জোড়া গোলে ভর করে নিউইয়র্ক সিটিকে ৪০ ব্যবধানে উড়িয়ে দিলো ইন্টার মিয়ামি। এই জয়ে মেজর লিগ সকার (এমএলএস) প্লেঅফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মিয়ামি। ম্যাচের ৪৩ মিনিটে বালতাসার রদ্রিগেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। শেষদিকে নয় মিনিটে তারা করেছে তিন গোল। ৭৪ আর ৮৬ মিনিটে দুটি গোল করেন মেসি। হতে পারতো হ্যাটট্রিকও। কিন্তু ম্যাচের ৮৩তম মিনিটে ইন্টার মিয়ামি পেনাল্টি পেলে মেসি লুইস সুয়ারেজকে সুযোগ করে দেন।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট স্কলার্সটিকার্স গার্লস স্কুল এন্ড কলেজের কারাতে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধফুটবলের বিপিএল এখন বিএফএল