মেসির চোখ এখন ট্রফিতে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

ফুটবলে ম্যাজিক বলতে যা বুঝায় সেটা গতকাল মাঠে দেখালেন লিওনেল মেসি। তিন গোলের জয়ে নিজে করেছেন ফুটবল মাঠের অন্যতম সেরা আরেকটি গোল। করালেন আরো দুটি। মুলত মেসি ম্যাজিকে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল করেছেন মেসি। সবচেয়ে বেশি গোল করিয়েছেন মেসি। এখনো পর্যন্ত সেরা ফুটবলার এই মেসি। অনেক অর্জন তার পেছনে ছুটছে। তবে সে সব নিয়ে মোটেও ভাবছেননা মেসি। তার লক্ষ্য এখন একটাই। আর তা হচ্ছে দেশের হয়ে অধরা ট্রফি জেতা। সে লক্ষ্য পূরণের পথে আর্জেন্টিনা আরেক ধাপ এগিয়ে গেছে। বলতে হবে আর্জেন্টিনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছেন মেসি।
গতকাল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে দারুন একটি সুযোগ হাতছাড়া করেছিলেন মেসি। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও যে শট নিয়েছিলেণ তা ফিরে সাইডবারে লেগে। তবে দুর্দান্ত পারফরম্যান্সে পরে পুষিয়ে দিয়েছেন সবকিছু। দলের প্রথম দুই গোলই তার পাস থেকে। ম্যাচের শেষ সময়ে নিজেও জালের ঠিকানা খুঁজে নেন দুর্দান্ত এক ফ্রি কিক থেকে। এবারের কোপা আমেরিকা কাপের নিজেদের পাঁচ ম্যাচে চারবার ম্যাচ সেরার ট্রফি উঠল মেসির হাতে। ৪টি গোল করেছেন। করিয়েছেন ৪টি গোল। কোপা আমেরিকা কাপের সেরা ফুটবলারের পুরষ্কার আগেও জিতেছেন মেসি। গোল্ডেন বল জিতেছেন বিশ্বকাপেও। তবে জেতা হয়নি স্বপ্নের ট্রফি। তাই মেসির কাছে এখন ব্যক্তিগত অর্জণ মোটেও মুখ্য নয়। তার কাছে এখন স্বপ্ন হচ্ছে ট্রফি জেতা।
গতকাল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ জয়েল পর মেসি বলেন সবসময় বলেছি, ব্যক্তিগত পুরস্কার আমার কাছে গৌণ। আমরা এখানে এসেছি ভিন্ন কিছুর জন্য। আমাদের একটি লক্ষ্য আছে এবং আমাদের মনোযোগ পুরোপুরি সেদিকেই। ১৯৯৩ সালের পর থেকে বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনা। কাজেই মেসিদের মনোযোগ কোনদিকে, তা বুঝতে সমস্যা হওয়ার কথা নয় কারও।
ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর মেসি বলেন কঠিন ম্যাচ ছিল এটি। আমরা জানি যে কোনো প্রতিপক্ষই কতটা কঠিন হয়ে উঠতে পারে। সবচাইতে বড় ব্যাপার হলো আমরা আরেক ধাপ সামনে এগিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধএখনই ফাইনালের ছক আঁকছে ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব