মেলার নামে সিআরবি শিরীষতলা দখলের চেষ্টা ভুলেও করবেন না

নাগরিক সমাজের অবস্থান কর্মসূচিতে বক্তারা

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:১৫ পূর্বাহ্ণ

জামদানি মেলার নামে সিআরবির শিরীষতলা দখল, বৃক্ষ নিধন, বাণিজ্যিকীকরণের প্রতিবাদে নাগরিক সমাজ, চট্টগ্রাম গতকাল সোমবার মেলা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, জাসদের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দীন বাবুল, বেলায়েত হোসেন, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, সাংবাদিক ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, আবৃত্তিশিল্পী বিপ্লব, আরশী, জাফর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন, সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন রাজু, মোহাম্মদ তারেক, তৌহিদুল করিম ঈমন, আবু তুরাব, জাহেদ অভি।

নেতৃবৃন্দ বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের নীল নকশা বাস্তবায়নের বিরুদ্ধে ৪৮৩ দিন টানা আন্দোলনের কথা মাফিয়া গোষ্ঠী হয়তো ভুলে গেছে। তারা ভেবেছে, নাগরিক সমাজ, চট্টগ্রাম ঘুমিয়ে পড়েছে। বোকার স্বর্গে বাস করছে তারা। আজ তারা বুঝতে পেরেছে, নাগরিক

সমাজের একজন সদস্যও বেঁচে থাকতে সিআরবি নিয়ে যে কোনো ষড়যন্ত্র তারা রুখে দেবে। কারণ নাগরিক সমাজের পক্ষে আছে এক ঝাঁক মুক্তিযুদ্ধের পক্ষের সন্তান, যারা চট্টগ্রামকে ধ্বংসের ষড়যন্ত্র রুখে দিতে সদা প্রস্তুত। নেতৃবৃন্দ আরও বলেন, সিআরবিতে আগামী দিনে বাণিজ্যিক কোনো কিছু করার চেষ্টা ভুলেও করবেন না। যদি করেন, তবে আর মুখে কিছু বলবো না, সামনাসামনি মোকাবেলা করবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি
পরবর্তী নিবন্ধপুকুর ছাড়াই পাহাড়ে ঘাট নির্মাণ