নগরীর বায়েজিদ থানাধীন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টায় হাসপাতালের চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় তিনি হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. শরীফ, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
ক্যাম্পে সকলকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সহস্রাধিক রোগী এদিন চিকিৎসাসেবা গ্রহণ করেন। এসময় সেবাপ্রার্থীদের অনুরোধের প্রেক্ষিতে হাসপাতালের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন প্রতিমাসের শেষ বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ঘোষণা দেন।











