মেরিন সিটি মেডিকেল কলেজের প্রথম বৈজ্ঞানিক সম্মেলন শুরু

দেশ বিদেশের চিকিৎসকদের অংশগ্রহণ

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

দেশ বিদেশের বরেণ্য চিকিৎসকদের নিয়ে মেরিন সিটি মেডিকেল কলেজের প্রথম বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম ক্লাব লিমিটেডের অডিটরিয়াম হলে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেরিন সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, বিএমএর মহাসচিব ও কলেজের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ শরীফ।

নো এন্ড টু মেডিকেল এডুকেশন’ এই স্লোগানটিকে উপজীব্য করে আয়োজিত এই বৈজ্ঞানিক সম্মেলনের প্রথম দিনে দেশ বিদেশের প্রথিতযশা চিকিৎসকগণ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। প্রথম দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২০টি সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে দেশ ও বিদেশের প্রায় শতাধিক চিকিৎসক তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। অংশগ্রহণ করেন ভারতের প্রখ্যাত ডা. রাহুল রায় চৌধুরী, ডা. দেবাশীষ ডান্ডা, ডা. অজয় গান্ধী, ডা. প্রাবীণ কুমার প্রমুখ।

বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেনবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. সুযত পাল, অধ্যাপক ডা. বাসনা রাণী মুহুরী, অধ্যাপক ডা. এস এম আসরাফ আলী, অধ্যাপক ডা. কামরুন্নেসা রুনা প্রমুখ।

মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক সমিতি দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলন আজ শনিবার শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা রোজীর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান এবং বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও অধ্যাপক ডা. শামীম হাসান।

এছাড়াও প্রতিথযশা চিকিৎসকদের মধ্যে উপস্থিত থাকবেন অধ্যাপক এম এ তাহের খান, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা. গুলসান আরা, অধ্যাপক ডা. রাশেদা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমা বেগম, অধ্যাপক ডা. রুহুল আমিন প্রমুখ। অধ্যাপক ডা. নজিবুন নাহারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন মেরিন সিটি মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাইখুল ইসলাম ও ডা. ফরহাদ হোসেন, শিক্ষক সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ শাহাবউদ্দীন প্রমুখ। বৈজ্ঞানিক সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইক্লিং স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম : চবি উপাচার্য
পরবর্তী নিবন্ধনার্সিংকে আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান