মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের সাবরাং জিরো পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্য এক আরোহী গুরুতর আহত হন।
নিহত যুবক টেকনাফ পৌর দক্ষিণ জালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে সাহেল (১৭)। আহত সালাহউদ্দিন সামি (১৮ ) একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা যায়, বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। সন্ধ্যায় ফেরার পথে সাবরাং জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে কক্সবাজারে নেওয়ার পথে গাড়িতেই সাহেল মারা যায়। টেকনাফ উপজেলা হাসপাতালের কর্মকর্তা ডাক্তার তন্ময় সরকার জানান, আশংকাজনক অবস্থায় আহত দুজনকে কক্সবাজার রেফার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধারা ইতিহাসের অংশ হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধকাস্টমস ও বন্ডের কার্যক্রম সহজীকরণ করার দাবি