মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদের চুক্তির মেয়াদ বাড়লো

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেনের চাকরির মেয়াদ আরও দুই বছর (অক্টোবর ২০২১-সেপ্টেম্বর ২০২৩) বাড়িয়েছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর বাংলানিউজ।
মেরিন একাডেমি সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে তিনি কমান্ড্যান্ট পদে নিয়োজিত আছেন। এর আগে তিনি ১৯৯৩-২০০৯ সালে একাডেমির ঊর্ধ্বতন প্রকৌশলী প্রশিক্ষক, প্রধান প্রকৌশলী ও ডেপুটি কমান্ড্যান্ট পদে এবং ১৯৮০-১৯৯৩ পর্যন্ত বাংলাদেশ শিপিং করপোরেশেনের সমুদ্রগামী জাহাজে ক্যাডেট থেকে চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন। আন্তর্জাতিকভাবে তিনি জাতিসংঘের অঙ্গসংস্থা আইএমওর একজন মেরিটাইম অ্যামব্যাসেডর, ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির (সুইডেন) বোর্ড অব গভর্নরসের একজন গভর্নর, আইএমও ও গ্লোবালমেটের (অস্ট্রেলিয়া) একজন মেরিটাইম বিশেষজ্ঞ, যুক্তরাজ্য ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের চার্টার্ড ইঞ্জিনিয়ার এবং ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সাইন্স অ্যান্ড টেকনোলজির (আইমারেস্ট লন্ডন) একজন ট্রাস্টি, কাউন্সিল মেম্বার, ফেলো ও চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্কিটেকচার বিভাগের বিদায়ী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআবু তাহের স্মরণে দোয়া মাহফিল