মেরিন একাডেমিতে সরকারি কর্মচারী আইন বিষয়ক সেমিনার

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের উদ্যোগে গতকাল দিনব্যাপী ‘সরকারি কর্মচারী আইন ২০১৮ ও এতদসংক্রান্ত অন্যান্য বিধানাবলী’ শীর্ষক এক সেমিনার চট্টগ্রাম মেরিন একাডেমির অডিটোরিয়ামে একাডেমির কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী সাজিদ হোসেনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন। এতে একাডেমির ১৩২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণী) প্রায় শতাধিক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবজলুর রশিদের পাঁচ বছরের দণ্ডের রায় প্রকাশ
পরবর্তী নিবন্ধআহলে সুন্নাতের জশনে জুলুসের প্রস্তুতি সভা