আনোয়ারায় অবস্থিত মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজে গতকাল বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লে. কমান্ডার কাজী ইফতেখার হোসেনের সভাপতিত্বে কলেজের শিক্ষক মো. সাদ্দাম হোসেন ও মোহাম্মদ নাঈম উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ মেরিন একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের প্রভাষক হাফেজ আরাফাতুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আতিকুর রহমান, নৌ–শিক্ষা প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, অ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফা, মো. আকিমুল ইসলাম, মো. হামিদুল হক, মো. হেলাল উদ্দিন প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত রচনা, হামদ/নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।