মেয়ের জন্মদিনে বন্যা দুর্গতদের পাশে মার্কিন দম্পতি

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ক্রিস্টোফার বার্লিন ও জেরুজালেম বার্লিন দম্পতি। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জারুলছড়ি গ্রামের বাগানছড়া কার্বারী পাড়ার বাসিন্দা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিমল চাকমাকে আর্থিক সহায়তা দিয়েছেন তারা।

ক্রিস্টোফার বার্লিন ও জেরুজালেম রুথ বার্লিনের মেয়ে লিলিয়া আনন্দ বার্লিনের জন্মদিন উপলক্ষে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। মেয়ের জন্মদিনের যে অর্থ ব্যয় হত, তা তুলে দেন বন্যা দুর্গত পরিবারের হাতে। এ সময় এ দম্পতির পাঁচ সন্তানও তাদের সাথে ছিল।

আমেরিকার নাগরিক ক্রিস্টোফার বার্লিন দাম্পতি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন। তারা বলেন, আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি। দেখলাম বন্যায় এখানকার মানুষ কষ্ট পাচ্ছে। আমার মেয়ে নিজে থেকে বলেছে সেই এবারের জন্মদিনের যে খরচ তা বন্যা দুর্গত পরিবারের হাতে দিতে চায়। সেজন্যই এখানে আসা। এ সময় পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, তারা এতো দুর্গম একটি এলাকায় এসে সহায়তা করেছে এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা বন্যা দুর্গত একটি পরিবারকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়া শুকনো খাবার ও পোশাক উপহার দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউন্নত চরিত্র দিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের প্রশাসনিক মতবিনিময় সভা