পিরিয়ড নামক এই মাসিক প্রক্রিয়ার সঙ্গে পরিচিত প্রত্যেক মেয়েই। কারো কারো কাছে এই অভিজ্ঞতা বেশ কষ্টের। তবে আমাদের অনেকের কাছে এই পিরিয়ড সম্পর্কে ভ্রান্ত ধারণা রয়েছে। মেয়েদের পিরিয়ড বা মাসিক হওয়াটা কোন অসুস্থতা বা লজ্জার কিছু নয়, এটি প্রতিটা নারীর জীবনচক্রের একটা অংশ৷ তাই প্রতিটা মেয়ে যাতে মাসিক বিষয়টিকে আতঙ্ক হিসেবে না দেখে স্বাভাবিকভাবে দেখতে শেখে এবং সচেতন হয়, সেজন্য পরিবারের অবদানও কম নয়।
এবার শিক্ষার্থীদের মধ্যে মাসিককালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক কর্মশালা ও নিজস্ব অর্থায়নে একাডেমিক ভবনেই প্যাড বুথ মেশিন স্থাপনা করেছেন ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি‘৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। স্কুলে থাকাকালীন যেকোন সময় সহজে এই বুথ দিয়ে প্যাড নিয়ে ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। পরে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীদের জন্য এই প্যাড বুথ মেশিনটি উদ্বোধন করে এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা।
উক্ত সচেতনামূলক প্রোগ্রামে একাত্মতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও.এফ.এম ইউনুছ, সহকারী প্রধান শিক্ষক ফাতেমা নারগীস ও কাওছার ফেরদৌসসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। কর্মশালায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা.. পিরিয়ড নিয়ে লজ্জা নয় বরং এই বিষয়ে স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি।
প্রোগ্রামে অংশগ্রহণ করেন ডাঃ খাস্তগীর বিদ্যালয়ের এসএসসি’৯৪ ব্যাচের শিক্ষার্থী চট্টগ্রামের তিলোত্তমার প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর অব ওমেন্স চেম্বার শায়লা আবেদীন, কনসালটেন্ট হেলেনা পারবিজ, শেখ নাসিমা আক্তার, জেলা ও দায়রা জজ কামরুন নাহার রুমী, ফ্যাশন ডিজাইনার সামিয়া ফারাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ রোকসানা ইসলামসহ আরো অনেকে।