চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত গতাল রোববার অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সিনিয়র সহ–সভাপতি এম এ মালেকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ, সহ সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী,সহ সভাপতি প্রফেসর ইমরান বিন ইউনুস এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী কামালুর রহমান। সাক্ষাতে তারা মেয়রকে ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম, প্রতিদিনের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা এবং সেবার মান সম্পর্কে অবহিত করেন। ফাউন্ডেশনের সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ কিডনী রোগীদের সেবায় ফাউন্ডেশনের অসাধারণ অবদান তুলে ধরেন এবং সেবা আরও উন্নত করার জন্য মেয়রের সহযোগিতা কামনা করেন।মেয়র ডা: শাহাদাত চসিকের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে সহযোগিতার আশ্বাস দেন এবং কিডনি হাসপাতাল পরিদর্শনের জন্য আমন্ত্রণ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।