মেয়রের কাছে নগরবাসীর প্রত্যাশা

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

পরিকল্পনা অনুযায়ী নগরীর বিধ্বস্ত রাস্তা ঘাটগুলো মেরামত করা। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সেবকদের সাথে স্থানীয় জনগণকে নালা, নর্দমা, বাসগৃহ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনায় পরিষ্কার, পরিচ্ছন্নতার কাজে সম্পৃক্ত করা। সড়কে পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করা। সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্রগুলোতে নগরবাসীর পর্যাপ্ত সেবা নিশ্চিত করা। প্রতিটি নাগরিক সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশন সনদসহ যাবতীয় সেবায় নগরবাসীর ভোগান্তি দূর করা। ‘গৃহকর’ সহনীয় পর্যায়ে নিয়ে আসা। সিটি কর্পোরেশন এর রাজস্ব বিভাগের এক শ্রেণির কর্মকর্তা ও এসআরদের নগরবাসীদর বাড়তি করের বোঝা চাপিয়ে হয়রানি এবং আপিল বাণিজ্যের নামে বিগত সময়ে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনার তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ৪১ টি ওয়ার্ডে পরিষ্কারপরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সেবকদের খাতা কলমে সংখ্যা বেশি দেখিয়ে মাঠ পর্যায়ে কম শ্রমিক নিয়োগ করা পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা দুর্নীতিবাজ কর্মচারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং এইসব পরিচ্ছন্নতার কাজ তদারকিতে স্থানীয় মুরুব্বিদের সম্পৃক্ত করা। নগরীর স্বল্প মূলধনী ব্যবসায়ীদের ট্রেড় লাইসেন্স ফি সহনীয় পর্যায়ে নিয়ে আসা। সিটি কর্পোরেশনকে আয় বর্ধক ও লাভজনক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করা। পরিশেষে, মেয়র তাঁর সততা, সৃজনশীলতা, মেধা ও দক্ষতার মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাগুলো পূরণ করে নগরবাসীর হৃদয়ে স্থান করে নিবে এই প্রত্যাশা করি।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হামিদ খান ভাসানী : মজলুম জননেতা
পরবর্তী নিবন্ধশীতের হাতছানি