মেয়র কাপ অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব১৩ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩২ গোলে বিহঙ্গ ফুটবল একাডেমি কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় নেমা ফুটবল একাডেমি এক ১০ গোলে মোহরা ফুটবল একাডেমি কে পরাজিত করে। নেমা ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলদাতা ফাহিম কবির। আর সে সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ফাহিম কবির । তার হাতে পুরস্কার তুলে দেন দেন সিডিএফএ যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন (জাহেদ)। এছাড়া গত ২৪ এপ্রিল তারিখের অমীমাংসিত খেলা গতকাল কে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রামপুর ফুটবল একাডেমি ২১ গোলে আবদুস সোবহান ফুটবল দল কে পরাজিত করে। এই খেলার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য আবু সৈয়দ মাহমুদ। একই দিন অমিমাংসিত দ্বিতীয় খেলা গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পটিয়া ফুটবল একাডেমি ১০ গোলে ফরিদ ফুটবল একাডেমি কে পরাজিত করে। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাইমুল ইসলাম সিফাত। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মনির। এছাড়া গতকাল অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় এ প্লাস ফুটবল একাডেমি ২১ বড় উঠান ফুটবল একাডেমি কে পরাজিত করে। এই ম্যাচে এ প্লাস একাডেমির পক্ষে ওয়াহিদুর রহমান অয়ন এবং আব্দুল ওয়ালি আয়ান একটি করে গোল করে। বিজয়ী দলের অহিদুর রহমান অয়ন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন আবু বকর সিদ্দিক। দিনের চতুর্থ এবং শেষ খেলায় শিকলবাহা ফুটবল একাডেমি টাইব্রেকারে ২০ গোলে চট্টগ্রাম ট্রেনিং ফুটবল একাডেমি কে পরাজিত করে। এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের ফাহিম। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর রাহান উদ্দিন রুবেল।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট অভিষেকের অপেক্ষায় তানজিম সাকিব
পরবর্তী নিবন্ধকপিরাইট মামলায় ২ কোটি রুপি দিতে এ আর রহমানকে নির্দেশ