চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল শনিবার। এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩ টায় সে ম্যাচে মুখোমুখি হবে রামপুর ফুটবল একাডেমি এবং ফরিদ ফুটবল একাডেমি। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিবন্ধিত ২৮টি একডেমি অংশ গ্রহণ করছে। এই ২৮টি একাডেমিকে প্রথম পর্বে ৭টি গ্রুপে ভাগ করে গ্রুপ লীগ পদ্বতিতে খেলা হবে। পরবর্তী পর্যায়ে কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হবে। টুর্নামেন্টে মোট ৪৯ টি খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ফরিদা খানম। ঘোষিত শিডিউল অনুযায়ী ফাইনাল খেলা কবে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।
টুর্নামেন্টে অংশ নেওয়া ২৮ দলের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে রামপুর ফুটবল একাডেমি, পটিয়া ফুটবল একাডেমি, আবদুস সোবহান ফুটবল একাডেমি এবং ফরিদ ফুটবল একাডেমি। ‘বি’ গ্রুপে রয়েছে সন্দীপ ফুটবল একাডেমি, ফিউচার ফুটবল একাডেমি, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, ব্রাদার্স ফুটবল একাডেমি। ‘সি’ গ্রুপে রয়েছে সাতকানিয়া ফুটবল একাডেমি, বাঁশখালী ফুটবল একাডেমি, কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি এবং আকুবদন্ডী ফুটবল একাডেমি। ‘ডি’ গ্রুপে রয়েছে একরাম ফুটবল একাডেমি, দক্ষিন হালিশহর ফুটবল একাডেমি, মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি এবং ডায়নামিক ফুটবল একাডেমি। ‘ই’ গ্রুপে রয়েছে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি, মোহরা ফুটবল একাডেমি, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি এবং নেমা ফুটবল একাডেমি। ‘এফ’ গ্রুপে রয়েছে এ প্লাস ফুটবল একাডেমি, শিকলবাহা ফুটবল একাডেমি, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি। সবশেষ ‘জি’ গ্রুপে রয়েছে সন্ধান ফুটবল একাডেমি, আনোয়ারা ফুটবল একাডেমি, পাঠানটুলী ফুটবল একাডেমি এবং ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি।
টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ওয়াহিদ দুলাল। বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মো” শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা নিয়াজ মোহাম্মদ খাঁন, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, কাজী মোহাম্মদ জসীম উদ্দীন, আবু সৈয়দ মাহামুদ, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মো: জাফর ইকবাল, সাইফুল আলম খাঁন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান, সিজেকেএস কাউন্সিলর মকছুদুর রহমান বুলবুল, আবু জাহেদ, রায়হান উদ্দীন রুবেল, এম এ মুছা বাবলু প্রমুখ।