চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেয়র অনূর্ধ্ব–১৮ একাডেমি কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। সকাল ৯ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন । টুর্ণামেন্টে ২০টি ক্রিকেট একাডেমি ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। টুর্নামেন্টে মোট ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ টি গ্রুপ চ্যাম্পিয়ন একাডেমি নিয়ে ২টি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমি ফাইনালে বিজয়ী দু দল খেলবে ফাইনালে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচসহ মোট ৪৩টি খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকালে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়েল স্পোর্টস একাডেমি এবং সাইনিং স্পোর্টস একাডেমি। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সি এস স্পোর্টস একাডেমি এবং চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি। চার গ্রুপে ভাগ হয়ে গ্রুপ লিগ ভিত্তিতে খেলবে দল গুলো। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে রয়েল স্পোর্টস একাডেমী, সি এস স্পোর্টস একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি, সাইনিং স্পোর্টস একাডেমি। ‘বি’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমি, পোর্ট সিটি ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, নিউ ক্রিকেট একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, ‘সি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, বেসিক ক্রিকেট একাডেমি। ‘ডি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি, জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, নাজিম উদ্দীন ক্রিকেট একাডেমি, ইস্পাহানী ক্রিকেট একাডেমি। এ টুর্নামেন্টের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ ঊনত্রিশ হাজার টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন উক্ত টাকা প্রদান করবেন। টুর্নামেন্টের সকল খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর। বক্তব্য রাখেণ আমিনুল ইসলাম, ফরিদ আহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন মকছুদুর রহমান বুলবুল, শওকত হোসেন, এম এ মুছা বাবলু, আলী হাসান রাজু, তপন দত্ত, আব্দুল আহাদ রিপন, মো: জসিম উদ্দীন চৌধুরী, জয়নাল আবেদীন, মাহফুজুর রহমান পল্লব, ফারুক হোসেন টিটু, ওয়াসিম কামাল রাজা।