ঢাবি পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর, ড. নওরিন আহসান বলেছেন,নতুন নতুন আবিষ্কারসহ বিজ্ঞানের নানাবিধ ব্যবহার বিষয়ে নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে জানার এবং বিজ্ঞানের প্রতি তাদেরকে উৎসাহিত করার জন্য বিজ্ঞান মেলার বিকল্প নেই। তিনি গতকাল শনিবার পাঁচলাইশ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞানমেলার পুরস্কার বিতরনীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মেলায় অংশগ্রহণ করে। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি বিজ্ঞান মেলা আয়োজনের উপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনাময় বিজ্ঞানীরা, তোমরা যেন জীবনের একটি মুহূর্তও নষ্ট না করো। সময়কে কাজে লাগাতে হবে। শুধু মেধা ও চেষ্টাই যথেষ্ট নয়, প্রয়োজন অভিজ্ঞতা এবং ন্যায়–অন্যায়বোধ। তাই নিজেদের প্রচেষ্টা ও মেধাশক্তিকে বড়দের অভিজ্ঞতার সাথে সমন্বয় ঘটিয়ে নতুন নতুন আবিষ্কারের পথে এগিয়ে যেতে হবে।
উদ্বোধনের পরপরই দর্শনার্থী–অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রদর্শিত হয় ৩৩৫টি প্রজেক্ট। বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েটসহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের অধ্যাপকগণ। উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মো. গোলজার আলম (আলমগীর), অন্যান্য পরিচালকবৃন্দ, স্কুল উপাধ্যক্ষগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












