দেশবরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ অক্টোবর) ভোরে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপ বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশ বরেণ্য এই মেডিসিন বিশেষজ্ঞ সর্বশেষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পরেও তিনি জণস্বাস্থ্য নিয়ে কাজ করে গেছেন। বিশেষ করে করোনা মাহামারি মোকাবিলা ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালক করেছেন এই চিকিৎসক।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন তার শিক্ষার্থী ও সহকর্মীরা।