দেশের সরকারি–বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার পাসের হার ৪৫.৬২ শতাংশ। ফলাফলে সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সানজিদ সিরাজ। সানজিদ সিরাজ পেয়েছেন নম্বর ৯০.৫। তিনি চট্টগ্রাম কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এবারের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। এর আগে গত শুক্রবার সারাদেশের মতো চট্টগ্রামের ৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধীন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ হাজার ২ জন। অনুপস্থিত ছিলেন ৪৩৩ জন পরীক্ষার্থী।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তাঅনুযায়ী, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।