সারাদেশে সব মেডিকেলের শিক্ষার্থীদের নিয়ে চার দফা দাবি আদায়ে শাহবাগ চত্বরে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অযাচিত হস্তক্ষেপ এবং আন্দোলনরত শিক্ষার্থী, ভবিষ্যত চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদস্বরূপ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ প্রাঙ্গণে গতকাল সোমবার সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পুলিশি হামলার বিচার চেয়ে ও চার দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে প্রতিবাদ মিছিল বের হয়। শেষে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।